Home » কুষ্টিয়ায় ট্রাক-ভ্যান-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ায় ট্রাক-ভ্যান-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 21 ভিউ
Print Friendly, PDF & Email
কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক,ব্যাটারী চালিত পাখিভ্যান ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতর হলেন-আরমান (৫৫) নামের এক গরু ব্যবসায়ী ও সজীব আহম্মেদ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১মার্চ) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব আহম্মেদও মারা যান।
নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। নিহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিও কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটিতে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪জন আহত হয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতদের মধ্যে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদও মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন,চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।
০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.