Home » কুষ্টিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 7 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল নামক স্থানে ট্রাক ও নসিমন সংঘর্ষে নসিমনে থাকা মনিরুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবান নগর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনে পাঁচটি গরু নিয়ে কুষ্টিয়ার আলামপুর পশুর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী মনিরুল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক এগারোমাইল নামক স্থানে পৌঁছালে গরুবোঝাই নসিমনটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর উল্টে যায়। এতে নসিমনের ওপর থাকা গরু ব্যবসায়ী মনিরুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.