Home » এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের

এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 33 ভিউ
Print Friendly, PDF & Email

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে জয়ে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে টাইগার যুবাদের দল।

শনিবার আইসিসি একাডেমি মাঠে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ বিপক্ষের ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করতে দেয়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ফয়সাল শিনোজাদা ১০৩। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪, আজিজউল্লাহ মিয়াখিল ৩৮ ও ওসমান সাদাত ৩৪ রান করেন। শেষদিকে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল আজিজ।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দ্রুত উড়ন্ত সূচনা করে। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ উদ্বোধনীতে ১৫১ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে। জাওয়াদ আবরার ১১২ বলে ৯৬ রান করে ৬টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে মাঠ ছাড়েন, সেঞ্চুরির মাত্র ৪ রান দূরে থেকে। রিফাত ৬২ রান করেন ৬৮ বল খেলে। অধিনায়ক আজিজুল হাকিম ৪৮ বল খেলে ৪৭ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টাইগার যুবাদের এশিয়া কাপে শুভ সূচনা হলো।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.