Home » এক শর্তে মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দিল বিসিবি

এক শর্তে মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দিল বিসিবি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 28 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে মোস্তাফিজুর রহমানকে পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলতে হবে।

এবারের আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামের পর থেকেই তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিসিবির এনওসি পাওয়া নিয়ে আলোচনা চলছিল।

ধোঁয়াশার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের জানান, “মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দেশে ফিরতে হবে। ওই সিরিজের সময়কাল প্রায় আট দিন।”

আগামী বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবে আইপিএলের সময়েই এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। সম্ভাব্যভাবে মার্চ-এপ্রিলের মধ্যে সিরিজটি আয়োজন করা হতে পারে।

এদিকে আইপিএলের সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৬ মার্চ এবং শেষ হবে ৩১ মে। ফলে মাঝখানে কয়েক দিনের জন্য দেশে ফিরলেও আইপিএলের বড় অংশ মিস করার আশঙ্কা নেই মোস্তাফিজের।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর আগে জানিয়েছিলেন, আইপিএলের সময় জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অপারেশন্স বিভাগ এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেবে। সেই আলোচনার পরই মোস্তাফিজকে শর্তসাপেক্ষে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হলো।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.