আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সরকারি পরিচালক শেখ মোহাম্মদ সবুজুজ্জামান এর সঞ্চালনায় “বহুভাষা শিক্ষার প্রসার ;পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা “প্রতিপাদ্যের উপর আলোচনা করেন মুসরিমা জামান। এদিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।