Home » আর্থিক সংকটে অসুস্থ শিশুকে হ*ত্যা করে মায়ের আ*ত্ম*হ*ত্যা

আর্থিক সংকটে অসুস্থ শিশুকে হ*ত্যা করে মায়ের আ*ত্ম*হ*ত্যা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 26 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলায় রেশমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিজের আড়াই বছরের মে‌য়ে‌কে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেশমা খাতুন একই গ্রা‌মের সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী। নিহত লামিয়া খাতুন ছিল তা‌দের একমাত্র সন্তান।
দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু লামিয়া শারীরিকভাবে অসুস্থ ছিল। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা করাতে পারেননি মা রেশমা। প্রবাসী স্বামী রহিদুল ইসলাম নিয়মিত যোগাযোগ রাখতেন না এবং সংসারের খরচও পাঠা‌তেন না বলে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও অশান্তিতে মানসিকভাবে ভেঙে পড়েই রেশমা এই সিদ্ধান্ত নেন।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, “শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন—এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট, শিশুর অসুস্থতা ও পারিবারিক অশান্তি থেকে হতাশ হয়ে রেশমা খাতুন তার শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.