মেহেরপুর প্রতিনিধি (৬ নভেম্বর ২০২৫):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সঙ্গে ধানের শীষের পক্ষে একত্বতা ঘোষণা করেছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে হাজারো নেতাকর্মী নিয়ে আমজাদ হোসেনের স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই একত্বতা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ধানের শীষের পক্ষে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সিরাজুল ইসলাম বলেন, “দলকে সুসংগঠিত করে আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। জনগণই আমাদের শক্তি, আগামীর লড়াই জনতার।”
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে সিরাজুল ইসলামের অনুসারী বিভিন্ন ওয়ার্ডের শতাধিক রাজনৈতিক কর্মীও বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে অবস্থান জানান।
ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, “গাংনীর মানুষ পরিবর্তন চায়। এই ঐক্য, এই শক্তিই আমাদের আসন্ন নির্বাচনে বিজয় এনে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুরেলী আলভীসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

