Home » আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 41 ভিউ
Print Friendly, PDF & Email

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এ সময়ের মধ্যে দেওয়া চিকিৎসা তার শরীর কতটা গ্রহণ করবে, তা চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. আরিফ মাহমুদ বলেন, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। যদিও তার হৃদ্যন্ত্র সচল রয়েছে, তবে মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। এ কারণে এই মুহূর্তে তার অবস্থা সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না। প্রয়োজনে পর্যবেক্ষণের সময়সীমা ৭২ ঘণ্টার চেয়েও বেশি হতে পারে। তিনি আরও জানান, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে ওসমান হাদির চোখ স্থির হয়ে আছে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো কার্যকর রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.