মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অপহরণের শিকার যুবক মোঃ মাহিদ হোসেন (২২)-কে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে জেলা পুলিশ। পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে এই সাফল্য আসে, যা স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়ক থেকে মাহিদ হোসেনকে অপহরণ করা হয়। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে জেলা পুলিশ। বুধবার (০৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত মাহিদ হোসেনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মাহিদ হোসেন মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দা। তিনি আমির হোসেনের ছেলে।
বর্তমানে মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পূর্ববর্তী পোস্ট

