Home » অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে মেহেরপুর বিআরটিএতে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান

অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে মেহেরপুর বিআরটিএতে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির মঙ্গলবার দুপুরে মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে সরাসরি ঝটিকা অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানের মাধ্যমে তিনি স্থানীয় সেবা গ্রহণকারীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবা প্রক্রিয়া, হয়রানি ও অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক বিআরটিএর বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা এবং সেবার মান বৃদ্ধির জন্য সেবাগ্রহীতাদের মতামত নেন। তিনি জানান, সরকারি সেবার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের সরাসরি তদারকি অপরিহার্য।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাধারণ মানুষ জেলা প্রশাসকের এই সরাসরি তদারকিকে স্বাগত জানিয়ে নিয়মিত ও ঘন ঘন অভিযান চালানোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সেবার মান বৃদ্ধি পাবে এবং অনিয়ম ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির আশ্বাস দেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.