Home » অনলাইন জুয়ার অন্যতম হোতা লিপু সাতক্ষীরায় গ্রেপ্তার

অনলাইন জুয়ার অন্যতম হোতা লিপু সাতক্ষীরায় গ্রেপ্তার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

সাতক্ষীরায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনাকারী অন্যতম হোতা লিপুসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকায় সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) এবং মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে অনলাইন জুয়ায় আকৃষ্ট করছিল। তারা একটি বৃহৎ অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস পরীক্ষা করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এই চক্রের মূল কেন্দ্র মেহেরপুরে হলেও তাদের কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেরপুরের স্থানীয়রা বলছে, রশেদুল আলম লিপু গাজী অনলাইন জুয়ার অন্যতম মাস্টার মাইন্ড। সে এর আগেও  অনলাইন জুয়ার মুল হোতা নবাবের সাথে ধরা পড়েছিলো। তবে অনলাইন জুয়া থেকে বিপুল পরিমান কালো টাকার মালিক হওয়ায় আইন কে তোয়াক্কা করেনা। আটক হলেও আইনের বিভিন্ন ফাক ফোকর দিয়ে বের হয়ে আসে। সে তার গ্রামে আলিসান বাগান বাড়ি। একাধিক দামি দামি গাড়ি সহ আলিসান জীবন যাপন করে । তার হাত ধরে মেহেরপুরের একাধিক যুবক অনলাইন জুয়ায় এজেন্ট নিয়েছে। এসব এজেন্টরা কালো টাকার পাহাড় গড়লেও জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। আগে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন ও মোনাখালী ইউনিয়নে মধ্যে অনলাইন জুয়ার  এজেন্টদের দেখা মিললেও এখন তারা কৈাশল পরিবর্তন করে  শহরের প্রভাবশালী ছেলেদের অনলাইন জুয়ার এজেন্ট হতে প্রলুব্ধ করছে।

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.