Home » ৬০ গ্রাম হেরোইনসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য চাঁদ আলী আটক

৬০ গ্রাম হেরোইনসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য চাঁদ আলী আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 41 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান। ৬০ গ্রাম হেরোইনসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য চাঁদ আলীকে আটক করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে চাঁদ আলীকে আটক করা হয়। আটক চাঁদ আলী কুলবাড়িয়া গ্রামের আমেশাতলা পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সেনাবাহিনীর সার্জেন্ট আশরাফ আলী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রহমত আলীর নেতৃত্বে চাঁদ আলীর বাড়ি ঘেরাও করে। এসময় তাকে আটক করার পর তাট নিকট থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। চাঁদ আলী ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। অভিযানে অন্যদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই রফিকুজ্জামান, রুহুল আমিনসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.