Home » হরিণাকুণ্ডুতে ২৫ কেজি ওজনের গাঁজা গাছসহ আটক ১

হরিণাকুণ্ডুতে ২৫ কেজি ওজনের গাঁজা গাছসহ আটক ১

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 33 ভিউ
Print Friendly, PDF & Email

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল গাঁজা গাছ উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত ওসমান মন্ডলকে (মৃত রইচ উদ্দিনের ছেলে) আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে হরিণাকুণ্ডু থানা পুলিশের তৎপরতায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, ওসমান মন্ডল তার বাড়ির পাশে নিজস্ব পান বরজের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ রোপণ করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত ওসমান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অভিযান চলাকালে ওসমান মন্ডলের পান বরজ থেকে আনুমানিক ২৫ কেজি ওজনের একটি বিশাল গাছ জব্দ করা হয় । গাছটির বয়স প্রায় ৪ বছর ।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.