Home » সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তারেক রহমান, শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তারেক রহমান, শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূর্যাস্তের আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায়, তাঁর পক্ষে কেন্দ্রীয় নেতারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার বিকেল বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এদের মধ্যে ছিলেন গয়েশ্বর রায়, আব্দুল মঈন খান, আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে তারেক রহমান তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তিনি কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাত করেন। এই সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে তারেক রহমান বর্তমানে সাভারের পথে রয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর উপস্থিতি নিশ্চিত না হলেও শ্রদ্ধা প্রদর্শনের দায়িত্ব কেন্দ্রীয় নেতারা পালন করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.