Home » রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 13 ভিউ
Print Friendly, PDF & Email

২১ এপ্রিল সোমবার সকাল ১০ টায় মেহেরপুর জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী এসে শেষ হয়। একশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এর সহযোগিতায় সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা মেহেরপুর এর আয়োজনে এ র‍্যালি হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ক্যাব মেহেরপুর জেলা শাখা, জনাব, রফিক-উল-আলম, জনাব, মাজেদুল হক আরটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি ও ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, জনাব, আবু আবিদ নির্বাহী পরিচালক সোসাইটি ফর দি প্রোমশন হিউম্যান রাইটস (এচপিএইচআর), জনাব, গোলাম কিবরিয়া নির্বাহী পরিচালক পল্লী জন উন্নয়ন সংস্থা, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি জনাব, মনিরুল ইসলাম, মোছাঃ দিলারা জাহান নির্বাহী পরিচালক হেলফ ফাউণ্ডেশন, মোছাঃ রেহেনা খাতুন, নির্বাহী পরিচালক অপাজিতা মেহেরপুর।

এছাড়াও র‍্যালিতে শতাধিক নাগরিক, যুবা, নারী নেতৃত্ব, পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির রুপান্তরের গুরুত্ব সর্ম্পকে গণসচেতনতা তৈরী করা এবং আগামী ২৩-২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫-এর বার্তা সর্বস্তরের জনগণের মদ্যে পৌঁছে দেওয়াই র‍্যালির মূল লক্ষ্য।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব, মঈন-উল-আলম বলেন, জ্বালনি খাতের টেকসই রুপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি।
এই র‍্যালি তাঁরই সুচনা। অংশগ্রহণকারীদের হাতে” সৌর-বায়ু শক্তিই ভবিষৎ” জ্বালানি রুপান্তরে নারী-যুবার অংশগ্রহণ চাই, রিনুিয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক ইত্যাদি প্লকাড ও ব্যানার বহন করেন।

র‍্যালি উত্তর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা নবায়নযোগ্র জ্বালানির প্রযুক্তিগত সম্ভবনা, নীতিগত সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.