Home » যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হলেন দারিয়াপুরের কৃতি সন্তান আব্দুর রশিদ

যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হলেন দারিয়াপুরের কৃতি সন্তান আব্দুর রশিদ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 32 ভিউ
Print Friendly, PDF & Email

মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কৃতি সন্তান আব্দুর রশিদ সরকারে যুগ্ম সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুর রশিদ দারিয়াপুর ক্লাবপাড়ার বাবুবাড়ীর মৃত শববত আলী ও রোকেয়া বেগমের ছোট ছেলে। শিক্ষাজীবনে তিনি দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং মেহেরপুর সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেন।

তিনি ২০তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরু হয় ফরিদপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে। এরপর তিনি চারভদ্রাসন ও দেবহাটা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং খুলনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তাঁর মাতা রোকেয়া বেগম চলতি বছর বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মেহেরপুর জেলায় “সফল জননী” হিসেবে সম্মাননা লাভ করেছেন।

আব্দুর রশিদের পদোন্নতি দারিয়াপুর ও মুজিবনগর উপজেলার সর্বস্তরের মানুষকে গর্বিত করেছে। স্থানীয়রা মনে করছেন, তার সততা ও দক্ষতার মাধ্যমে সরকারি কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে এবং তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.