Home » যশোরে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোল টেবিল বৈঠক

যশোরে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোল টেবিল বৈঠক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 16 ভিউ
Print Friendly, PDF & Email

যশোরে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করা ও অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ‘সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জয়তি সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ৮০ জন নাগরিক অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহা বেগম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বুলবুল কলি। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও অধ্যক্ষ, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের বিকাশ ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। তারা আরও বলেন, তরুণ ও নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের আগে ও পরে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভা শেষে নাগরিক পর্যবেক্ষণ জোরদার, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ দৃষ্টি, নারী ও হিজড়া ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বেশ কিছু সুপারিশ গৃহীত হয়। সমাপনী বক্তব্যে সালেহা বেগম বলেন, “গণতন্ত্র শুধু ভোট নয়; দায়িত্ব, জবাবদিহিতা ও সরকারি কর্মচারীদের জনগণের প্রতি দায়বদ্ধতার ওপরই সুষ্ঠু নির্বাচনের ভিত্তি গড়ে ওঠে।”




রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.