মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের সাথে মত বিনিময় করেছে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে মতবিনিময় করেন।
এসময় বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।
এ সময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আমজাদ হোসেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কে কোন দল করেন ওটা বড় বিষয় না সকলকে ন্যায় পরায়নের ভিত্তিতে পথ চলতে হবে সামাজিক সম্প্রীতি রেখে জীবন গড়তে হবে।
তবে আমি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেবো না। কারোর বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন করে কারো ক্ষতি করা যাবে না তবে কেউ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে কিছু করতে চাইলে বরদাস করা হবে না।
এ সময় তিনি ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ভাই বোন বন্ধু ও মা-বোনদের দোয়া ও সমর্থন নিতে হবে।
পূর্ববর্তী পোস্ট

