মেহেরপুরের গাংনী উপজেলায় র্যাবের অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মচাকী-হিজলবাড়ীয়া সড়কের বটতলা নামক স্থানে এ অভিযান চালায় র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সড়কের পাশে লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতরে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লোহার একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।