Home » মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুল আর নেই

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুল আর নেই

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 41 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

পারিবারিক সূত্র জানায়, দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর একটি অস্ত্রোপচারের কথা থাকলেও তার আগেই তিনি মারা যান।

হাজী গোলাম রসুল দীর্ঘদিন মেহেরপুর জেলা আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (মঙ্গলবার) বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পুরাতন পৌর কবরস্থানে দাফন করা হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.