মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন। গাছে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি গাছ সকলের প্রিয় বন্ধু। গাছ যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি আপনার দুর্দিনে বন্ধুর মত কাজ করে। তাই গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, গেভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট