ভাউচার ছাড়া সার বিক্রির অপরাধে মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা বাজার এলাকার মেসার্স মাসুদ আল নূর নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নতুন মদনাডাঙ্গা বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি গ্যাস, সার ও কীটনাশক বিক্রির ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী ভাউচার ব্যতীত ৪০ বস্তা সার বিক্রির অপরাধে মেসার্স মাসুদ আল নূর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বীজ ও অন্যান্য পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি টিম।