Home » মেহেরপুরে ভারতীয় মদ ও চকলেট বাজি উদ্ধার

মেহেরপুরে ভারতীয় মদ ও চকলেট বাজি উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 11 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার ৫’শ টাকা মূল্যের ভারতীয় মদ ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর মন্ডলপাড়া নামক স্থানে জেসিও ৯৪৩৫ সুবেদার মোঃ শাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ ও ২ হাজার ৭’শ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করেছে বিজিবি।

কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়—সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.