Home » মেহেরপুরে পুলিশে টিআরসি পদে ৯ জনের যোগদান

মেহেরপুরে পুলিশে টিআরসি পদে ৯ জনের যোগদান

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

“সেবার ব্রতে চাকরি”—এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেহেরপুর জেলা থেকে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) মেহেরপুর জেলা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

মেহেরপুর জেলা থেকে মোট ০৯ জন প্রার্থী যোগ্য বিবেচিত হয়ে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে নিয়োগ লাভ করেছেন। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ রাখা হয়নি। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই আজকের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।”

ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ অনেক প্রার্থী আবেগপ্রবণ হয়ে পড়েন। জেলা পুলিশের পক্ষ থেকে নতুন যোগদানকারীদের দায়িত্বশীলতা, সততা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.