Home » মেহেরপুরে নারী শান্তি সহায়কদের আলোচনা সভা

মেহেরপুরে নারী শান্তি সহায়কদের আলোচনা সভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মেহেরপুরে গঠিত “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর পাবলিক লাইব্রেরির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়েভের সমন্বয়কারী সুমি বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিএফজির কোঅর্ডিনেটর মুজাহিদ আল মুন্না, পিস অ্যাম্বাসেডর সাইয়্যেদাতুন নেসা নয়ন, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর রাজিয়া সুলতানা, শান্তি সহায়কদের প্ল্যাটফর্মের সহ-সমন্বয়কারী ফিরোজা আক্তার পপি, আফরোজা পারভিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, পারুল আক্তার, সোনিয়া আক্তার সামেনা, শাহানারা বেগম, মমতাজ পারভিন, মহিমা আক্তার, মুন্নি খাতুন, লিপিকা দে।

সভায় আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনসহ মেহেরপুরের নারী উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.