মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে রবিবার বিকেলে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর শহরের কাথুলি সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষের প্রার্থীর মাসুদ অরুণ-এর প্রচারের জন্য লিফলেট বিতরণ করেন। গণসংযোগে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সহ-সভাপতি বাবু সাবের, সাংগঠনিক সম্পাদক শিমুল বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন এবং সদস্য সচিব নওফেল আহমেদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

