Home » মেহেরপুরে দেশীয় ওয়ান শুটারগানসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আটক

মেহেরপুরে দেশীয় ওয়ান শুটারগানসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগান পিস্তলসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সেনা বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে গাংনী ক্যাম্পের সেনা সদস্যরা পশ্চিম মালসাদহ এলাকায় মনিরুজ্জামানের বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গাংনী থানার ওওসি বনিইস্রাইল বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়া শেষে অস্ত্র মামলা পূর্বক মনিরুজ্জামানকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.