Home » মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 84 ভিউ
Print Friendly, PDF & Email

 

 

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের সামনে তুলে ধরার লক্ষ্যে মোট ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, কৃষিযন্ত্রপাতি, সেচ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা বিষয়ক বিস্তারিত তথ্য, প্রদর্শনী ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সনজিব মৃধা। এছাড়া সদর উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, “টেকসই কৃষি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের অপরিহার্য দাবি। এ ধরনের মেলা কৃষকদের নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তা প্রদান করবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি খাতে লাভজনকতা বাড়বে।”

বিশেষ অতিথি কৃষিবিদ সনজিব মৃধা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের এসব প্রযুক্তি বাস্তবে প্রয়োগে উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।”

মেলায় মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলার কৃষক, কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় চাষিরা অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী (২৫ থেকে ২৭ জানুয়ারি) এই মেলায় কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, সরাসরি পরামর্শ সেবা এবং প্রযুক্তি প্রদর্শনী কার্যক্রম অব্যাহত থাকবে।
এই মেলা কৃষকদের মধ্যে টেকসই ও লাভজনক চাষাবাদের চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.