Home » মেহেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

মেহেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মশালা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. নাসিমা খাতুন।

কর্মশালায় গ্রাম আদালত প্রজেক্টের জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, গত এক বছরে জেলার ২০টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৪৭৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৩৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। নারী সংশ্লিষ্ট মামলা ২০১টি ও পুরুষদের ২৩৩টি। গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় হয়েছে ৪৮ লাখ ১২ হাজার ৪২০ টাকা।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.