Home » মেহেরপুরে জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ

মেহেরপুরে জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 32 ভিউ
Print Friendly, PDF & Email

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান গণসংযোগ পরিচালনা করেছেন। সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় দিকে সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া মোড় গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানানো হয়।

গণসংযোগে  মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনীতি সেক্রেটারি রুহুল আমিন গাজী, বাইতুল মাল সম্পাদক জারজিস হুসাইন , সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, আমদহ ইউনিয়নের আমির বজলুর রশিদ , সেক্রেটারি রিপন আলিসহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগে বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.