Home » মেহেরপুরে চায়না দুয়ারী জাল উদ্ধার

মেহেরপুরে চায়না দুয়ারী জাল উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কাজলা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৎস অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা অভিযানে নেতৃত্ব দেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে পেতে রাখা ২৪টি চায়না দুয়ারী জালসহ অন্যান্য জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখি, সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেনসহ উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশ অমান্য করে এখনও এসব অবৈধ জাল ব্যবহার করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এ ধরনের জাল দিয়ে মাছ ধরায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতি টিকিয়ে রাখতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে যাচ্ছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.