Home » মেহেরপুরে গণভোট উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়

মেহেরপুরে গণভোট উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে গণভোট ২০২৬ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। তিনি গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের ধর্মীয় প্রতিনিধিরা, গ্রামপুলিশ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.