Home » মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 37 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার সিংহাটি মাঠ থেকে আব্দুস সালাম (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত আব্দুস সালাম মিরপুর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।
স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের খয়রামারি খালসংলগ্ন রমজান আলীর ছেলে হকাজ্জেলের জমির কাঁঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে আব্দুস সালাম মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.