Home » মেহেরপুরে আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের উদ্বোধন

মেহেরপুরে আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের উদ্বোধন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 37 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে আনন্দ নাট্যগোষ্ঠীর নতুন যাত্রাপালার রিহার্সেল উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে মেহেরপুর ভূমি অফিস পাড়ায় অবস্থিত আনন্দ নাট্যগোষ্ঠীর কার্যালয়ে মেহেরপুর ভ্রাতৃসংঘ ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এম. এ. বারী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

অনুষ্ঠানে আনন্দ নাট্যগোষ্ঠীর সভাপতি হেলাল শেখ, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, কিয়ামদ্দিন ও রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি ফিতা কাটা এবং কেক কাটার মাধ্যমে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের সূচনার আনুষ্ঠানিকতা উপভোগ করেন এবং ভবিষ্যতের সফল অভিনয় প্রদর্শনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, আনন্দ নাট্যগোষ্ঠী মেহেরপুরে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় এবং স্থানীয়দের মধ্যে নাট্য ও সাংস্কৃতিক চর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই যাত্রাপালা স্থানীয় সাংস্কৃতিক জীবনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি যুব সমাজকে নাট্যশিল্পের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.