Home » মেহেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

মেহেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 32 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট জমিতে ইতোমধ্যেই ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি রয়েছে।

জানা গেছে, মেহেরপুর পৌর এলাকার ৬৬ নং মেহেরপুর মৌজার আরএস খতিয়ান নং-১৯৫৬ এর দাগে ০.০৭২৫ একর জমি ২০০৯ সালে ক্রয় করেন রাজু কামাল। বর্তমানে ওই জমির মালিকানা দাবি করছেন তার ছেলে রাসেল আহমেদ। অভিযোগ রয়েছে, জমিটির একাংশ জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন গড়পাড়ার মৃত করিম উদ্দিনের ছেলে টুটুল ও মাসুদ।

ভুক্তভোগী রাসেল আহমেদ বলেন, আমরা এই জমি প্রায় ১৫-১৬ বছর ধরে ভোগ দখল করে আসছি। বছরখানেক আগে মাপযোগ না করেই তারা বহুতল ভবন নির্মাণ শুরু করে। আমি আদালতের শরণাপন্ন হয়ে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মামলা দায়ের করি। আদালত ভবন নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও থানার পুলিশ ও পেশিশক্তির জোরে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি আমাকে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভবন নির্মাণের সময় একাধিকবার মাপযোগ করার দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। উল্টো পৌরসভার সার্ভেয়ার এসে আমার কোনো উপস্থিতি ছাড়াই জায়গা মেপে তাদের হাতে বুঝিয়ে দেন। এতে আমার জমির সীমানা ভেঙে দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেব। আপাতত আমরা কাজ বন্ধ রেখেছি।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.