মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা দাবি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বারাকপুর ও রাধাকান্তপুর গ্রামে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিনি এলাকাবাসীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হক মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, বুড়িপোতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান, ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। পাশাপাশি বিএনপি নেতা নাহিদ, আয়নাল হক, মাসুদ রানা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, বরং জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথনির্দেশনা। তিনি দাবি করেন, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।