মেহেরপুরের মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন চাষিরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন পেঁয়াজের মৌসুম শুরু হয় ঠিক তখন পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়েন চাষিরা। এবারও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।
তারা বলেন, মেহেরপুরের শিক্ষিত যুবকরা আসছে কৃষি উদ্যোক্তা হিসেবে। পেঁয়াজের ন্যায্য দাম না পেলে ভাটা পড়বে এসব উদ্যোক্তাদের প্রচেষ্টায়।
বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা দরে। বাজার নিম্নমুখী রয়েছে বলে জানান চাষিরা। এ সময় সড়কে পেঁয়াজ ছিটিয়ে প্রতিবাদ জানান তারা।