মেহেরপুরে ‘বাল্যবিবাহ নয়, বর-২১, কনে-১৮ বছর’ স্লোগানকে সামনে রেখে জেলা কাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সলোম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা কাজী সমিতির আহ্বায়ক এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের কাজী সমিতির সভাপতি রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল বাকী, মেহেরপুর জেলা কাজী সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শামসুল আলম ও দৌলতপুর উপজেলা সভাপতি ওবায়দুর রহমান।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক এম এ কে খায়রুল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী হাবিবুর রহমান, ডেভিড জেমস ও আব্দুল মাবুদ নান্নু।
শেষে এম এ কে খায়রুল বাশারকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

