রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একাই লুট করেন দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ, যা দিয়ে পরে টিভি ও ফ্রিজ কেনেন বলে জানিয়েছে পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি ও ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, মো. নাইম (২৬) নামের এক ব্যক্তিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেন। এই অর্থ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন। পুলিশ জানিয়েছে, এসব সামগ্রী ইতোমধ্যে জব্দ করা হয়েছে। ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা আছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে রয়েছে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা। পুলিশ আরও জানায়, হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা উসকানি দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ভবনে একদল লোক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

