Home » তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 47 ভিউ
Print Friendly, PDF & Email

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর এক দিন আগে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেন। ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন এনসিপি ছাড়ার পেছনে মূলত জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়াকে দায়ী করেন। তিনি বলেন, জোটের বিষয়টি আদর্শগত মতপার্থক্যের চেয়েও বেশি বিশ্বাসভঙ্গের জায়গা থেকে এসেছে। তাঁর ভাষায়, এটি কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং পরিকল্পিতভাবে সাজানো একটি প্রক্রিয়া। তিনি অভিযোগ করেন, সারাদেশ থেকে মনোনয়ন সংগ্রহ করে ১২৫ জনকে মনোনয়ন দেওয়ার পর মাত্র ৩০টি আসনে সমঝোতার সিদ্ধান্ত নিয়ে বাকিদের নির্বাচনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বিষয়টি এমনভাবে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে যাতে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না পারে। জাবীন আরও লেখেন, এনসিপি শুরু থেকেই মধ্যপন্থা, গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, নারী ও জাতিসত্তাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেও বাস্তবে সেই নীতির চর্চা হয়নি। বরং দলের ভেতরে শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক ‘মাইনাসের রাজনীতি’ চলেছে, যা ভবিষ্যৎ রাজনীতির জন্য ভয়াবহ। তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটে যাওয়া ছিল অনিবার্য করে তোলার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। দলকে নিজের স্বকীয়তা প্রতিষ্ঠার সুযোগ না দিয়েই প্রথম নির্বাচনে জোটে বাধ্য করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে তাজনূভা জাবীন বলেন, এই সিদ্ধান্ত তার জন্য অত্যন্ত কষ্টের হলেও আত্মসম্মানের প্রশ্নে তিনি আর দলে থাকতে পারেননি। নির্বাচনের জন্য পাওয়া সব অনুদান ফেরত দেওয়ার ঘোষণাও দেন তিনি। শেষে তিনি জানান, দল ছাড়লেও দেশের গণতান্ত্রিক পরিবর্তন ও মধ্যপন্থার রাজনীতির জন্য তার লড়াই অব্যাহত থাকবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.