Home » তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে না দিতে চলছে ষড়যন্ত্র: অ্যাডভোকেট কামরুল ইসলাম

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে না দিতে চলছে ষড়যন্ত্র: অ্যাডভোকেট কামরুল ইসলাম

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 119 ভিউ
Print Friendly, PDF & Email

“নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন—এমন ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করতে এই ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ ও মেহেরপুরকে রক্ষা করতে হবে।” গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেলে মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর রেড ক্রিসেন্ট নির্বাচনে জেলা বিএনপির অনুমোদিত একটি প্যানেল রয়েছে। অথচ দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপিরই একটি পক্ষ জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। এটা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কটূক্তি করে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করা মানে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা—মেহেরপুরবাসী এটা কখনো মেনে নেবে না।” কামরুল ইসলাম আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা দেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। ঢাকায় গাড়ি পোড়ানোসহ নানা সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। আর একটি দল তাদের সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করছে।” সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন, “দীর্ঘ ১৭ বছর দিশেহারা থাকার পর বিএনপি এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে সংগঠিত হচ্ছে। কর্মীরা নতুন উদ্যমে মাঠে ফিরেছে।” তিনি বলেন, “আগামী দিনের মনোনয়ন ও নির্বাচনের লড়াইয়ে মুজিবনগরবাসী উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। তবে জামায়াতের সঙ্গে আপস করে রাজনীতি করা বিএনপির আদর্শ ও গণতন্ত্রের সঙ্গে আপসের শামিল। যারা ঢাকাসহ সারা দেশে সহিংসতার হুমকি দিচ্ছে, তাদের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া।” সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহসান উদ্দিন মনা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু প্রমুখ। সভা পরিচালনা করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, জেলা যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকুস, যুবদল নেতা মেহেদী হাসান রোলেক্সসহ অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.