Home » ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দারের

মেহেরপুর পিএফজি ও ওয়াইপিএজির মত বিনিময়

ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দারের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 64 ভিউ
Print Friendly, PDF & Email

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে পিএফজি ও ওয়াইপিএজির সদস্যরা।
শুক্রবার দুপুর ১২টায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, পিএফজির পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন নেসা নয়ন, মাওলানা সিরাজ উদ্দিন, আজমল হোসেন মিন্টু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সদস্য মুন্তাকিম বিল্লাহ, সাইদুর রহমান টুটুল, হাফিজুর রহমান, মাহাবুবুল হক পোলেন, আব্দুস সাত্তার মুক্তা, আফতাব আলী, আল মাসুম, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর রাজিয়া সুলতানা, সদস্য মেহেরাব হোসেন, নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) সমন্বকারী সুমি বিশ্বাস, সহ-সমন্বয়কারী ফিরাজা আক্তার পপি, সদস্য সোমিয়া আক্তার সামেনা, পারুল আক্তার,  লিপিকা দে।

মতবিনিময় সভায় মেহেরপুরের পিএফজি, ওয়াইপিএজি ও নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.