Home » ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুর, আটক-১

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুর, আটক-১

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মঞ্জের আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোরে শৈলকুপার ফুলহারি হরিতলা পূজা মন্দিরে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঞ্জের আলী মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভেঙে পানিতে ডুবিয়ে দিচ্ছেন।

এই বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “আমাদের লোকজন ভোর ৪টা পর্যন্ত এখানে পাহারা দিচ্ছিল। এরপর মঞ্জের আলী এই কাজটি করে। সে অসুর, কার্তিক এবং সরস্বতী সহ ছয়টি প্রতিমার মাথা ভেঙে ফেলে। আমরা সকাল ৯টায় এসে দেখি মূর্তি ভাঙচুর করা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, “মঞ্জের আলী কিছুটা মানসিকভাবে অসুস্থ। আমি শুনেছি যেখানেই পূজা হয় সেখানেই সে যায়। সে আমাদের মন্দিরেও আসে। সে এখানেই খায়। এখন, এই ভাঙচুর কি তার মানসিক অস্থিরতার প্রকাশ নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে, আমি আইন প্রয়োগকারী সংস্থাকে এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য অনুরোধ করছি।

বিষয়টি সম্পর্কে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। এলাকার অনুসন্ধানে জানা গেছে সে মানসিকভাবে অসুস্থ। তবে, বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনের কর্মকর্তা এলাকা পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেছেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.