Home » ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মদ ও ১০ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মদ ও ১০ বাংলাদেশি আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 66 ভিউ
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১২টার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি কলাবাগান থেকে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এরপর ভোর সাড়ে ৩টার দিকে বেনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/৪-এস সংলগ্ন এলাকা থেকে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। আটককৃত পুরুষের নাম নিপুন সমাদ্দার (৩৮), বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপির টহল দল কাজিরবেড় গ্রাম থেকে আরও ৬ জনকে আটক করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১ শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে শনাক্ত হওয়া দুজন হলেন নির্মল বিশ্বাস (৩৬), বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলা এবং মোহাম্মদ সাজু (২২), বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলা।

অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে এক নারীকে আটক করে, যিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।বিজিবি জানায়, আটককৃতদের মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.