মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হুদা অভিযোগ করে বলেছেন, এখনো নির্বাচনী মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। ভোটের ময়দানে তাকে ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গাংনী উপজেলায় নিজ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে এক গণসংযোগে তিনি এসব কথা বলেন।
নাজমুল হুদা বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম—একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে,সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী কয়েকটি এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক বাংলাদেশে প্রবেশ করছে। নির্বাচনী পরিবেশে এসব অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে গাংনী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট

