Home » জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপির সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপির সমাবেশ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 32 ভিউ
Print Friendly, PDF & Email

 

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বিকালে শহীদ ডক্টর শামসুজ্জোহা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতি তো করেন পৌর বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর ১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শুরু হওয়ার আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড়া হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হবো। ধানের শীষ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশে ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্য থাকতে হবে। নির্বাচন নিয়ে কোন ছিনিমিনি খেলা খেলতে দেব না। কেউ কেউ জুলাই যোদ্ধার চেতনাকে নিয়ে ব্যবসা করছে আবার কেউ কেউ ধর্মের নাম ভাঙ্গিয়ে চলছে। এদের থেকে সাবধান হতে হবে। মা বোনদের সবাইকে সতর্ক থাকতে হবে

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.