বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, বেতন, বোনাস ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আল আমিন বকুল। উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের ইসলামী রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষক পরিষদ গাংনী উপজেলার সেক্রেটারি হাসানুজ্জামান, সদর উপজেলা সেক্রেটারি আইয়ুব আলী, গাংনী উপজেলা সভাপতি মমিনুজ্জামান, সদর উপজেলা মাদরাসা পরিষদের সেক্রেটারি মোহাম্মদ আলী লালটু, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল হাসান টুটুল, কলেজ শিক্ষক পরিষদ গাংনী উপজেলা সভাপতি মনোয়ার হোসেন, কারিগরি শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা সভাপতি আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদ পৌর শাখা সভাপতি আমজাদ হোসেন, কলেজ শিক্ষক পরিষদের রফিকুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের মোখলেসুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদের মোহাম্মদ সালেমন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি আব্দুর জব্বার ও করমদি কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হকসহ বিভিন্ন অঞ্চলের শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১০০ শতাংশ বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, অবসরকালীন ভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধ এবং বেতন-ভাতা দ্রুত প্রদানের দাবি জানান। বক্তারা সরকারের প্রতি আরও আহ্বান জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করে তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা হোক।