Home » গ্রাম পুলিশ নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম পুলিশ নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে, এনআইএলজির সহযোগিতায় ‘গ্রাম পুলিশ বাহিনী নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা তথ্য ও উপাত্ত সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বেলা আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিকেশন অফিসার আব্দুল জলিল মল্লিক। ইউপি সদস্যরা যেমন মকবুল হোসেন, মোঃ আব্দুল্লাহ, আব্দুল মজিদ, আসাদুল হক পিন্ট, আরিফ হোসেন, সালমা খাতুন, মেরিনা খাতুন ইত্যাদি বক্তব্য রাখেন।

এ কর্মশালায় গ্রাম পুলিশ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি ও কম্পিউটার অপারেটর, এনজিও কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা নারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাম পুলিশের কার্যক্রমে সমন্বয় ও চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.