Home » গাংনীর বামন্দীতে অনুমোদনহীন ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

গাংনীর বামন্দীতে অনুমোদনহীন ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 51 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া একটি ইউএস ডায়াগনষ্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাবিদ হোসেন।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুপুরে বামন্দীতে অভিযান পরিচালিত হয়। এসময় ইউএস ডায়াগনষ্টিক সেন্টারের কোন বৈধ স্বাস্থ্য অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে সেবা দেওয়া এই সেন্টারটির কার্যক্রম কর্তৃপক্ষের নজর এড়াতে চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ডাঃ খোকন রেজা এবং সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান। অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি দল।

স্থানীয়রা জানিয়েছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অনুমোদন থাকা জরুরি। তারা বলেন, অনুমোদন ছাড়া চিকিৎসা বা ডায়াগনষ্টিক সেবা নেওয়া রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ জানান, আমরা নিয়মিতভাবে উপজেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনিটরিং করি। অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকলে তা সিলগালা করা হবে। জনগণকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

ভ্রাম্যমান আদালতের এই অভিযান স্বাস্থ্য খাতে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে আধুনিক চিকিৎসা ও ডায়াগনষ্টিক সেবা বৃদ্ধির পাশাপাশি নিয়মনীতি মেনে পরিচালনার বিষয়টি জরুরি।

গাংনী উপজেলা প্রশাসন জানিয়েছে, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে, সেগুলোকে ভবিষ্যতেও নিয়মিতভাবে তদারকি করা হবে। এর ফলে স্থানীয় মানুষ স্বাস্থ্যঝুঁকি এড়াতে পারবেন এবং বৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে পারবেন



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.