Home » গাংনীতে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চাইলেন মিল্টন

গাংনীতে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চাইলেন মিল্টন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

গাংনীতে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চাইলেন মিল্টন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। একই সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
মঙ্গলবার বিকেলে গাঁড়াডোব বাজারে ৩১ দফা বাস্তবায়ন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশিদ বাচ্ছু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব প্রমুখ।
গণসংযোগ চলাকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নই বিএনপির লক্ষ্য। তারেক রহমান দেখিয়েছেন একটি পরিবর্তনের স্বপ্ন— সেই স্বপ্ন বাস্তবায়নের পথনির্দেশনাই ৩১ দফা। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষার রূপরেখা।
তিনি আরও বলেন, “মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে কঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে আগের চেয়ে আরও বেশি উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.